Siddikia Medical Health Institute,Barishal

সিদ্দিকিয়া মেডিকেল হেলথ ইনস্টিটিউট, বরিশাল

(বরিশাল হিজামা & পলিপাস হেল্পলাইন)
SCROLLING TEXT

Managing driector Message

প্রধান ট্রেইনার এর পরিচয়- মুফতি মুহা. আবুল হাসান সিদ্দিকী পিতা- আলহাজ্ব আব্দুল হক মুসল্লী মাতা - কুলসুম। ১৯৮৮ সালের ১লা মার্চ বরগুনা জেলার আমতলী উপজেলার আমড়া গাছিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। ১৪ ভাই বোনের মধ্যে তিনি ১০ম।
২০০২ সালে নিজ গ্রামের মাদ্রাসা  থেকে সু-নামের সাথে দাখিল পাশ করেন। ২০০৪ সালে  আলিম, ২০০৬ সালে  স্টার মার্ক পেয়ে ফাজিল এবং ২০০৮ সালে কৃতিত্বের সাথে কামিল ( ফিকাহ)পাশ করেন। ২০১৮ সালে যাত্রাবাড়ী মানহাল ইসলামিক রিসোর্স সেন্টার থেকে ইফতা কোর্স করেন।২০২১ সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার ডিপ্লোমা  এডভ্যান্স কোর্স করেন। ২০১৪ সালে বিএড এবং ২০১৮ সালে এম এড  কোর্স করেন।২০০৯ সালে বি এ অনার্স ( বাংলা) এবং ২০১০ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০০৯ সালে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ফার্মাসিস্ট পাশ করেন। ২০১৬ সালে ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ড ঢাকা থেকে ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারী ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে শর্ট ডিপ্লোমা ইন মেডিসিন কোর্স করেন। এ ছাড়াও যুব উন্নয়ন থেকে প্যাথলজি কোর্স, পলিপাস, পাইলস, হিজামা কাপিং থেরাপি এবং ডিভাইস কসমেটিক খতনা উপর বিশেষ প্রশিক্ষণ দেন। ২০২২ সালে ইন্ডিয়া থেকে অল্টারনেটিভ মেডিসিন এবং হিজামা কাপিং থেরাপির উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হলো- দারুল উলুম কারিমিয়া কুলসুম হক মাদ্রাসা, সিদ্দিকীয়া মডেল মাদ্রাসা, সিদ্দিকীয়া ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি, গোল্ডেন ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি, গোল্ডন সিটি অব বাংলাদেশ, বরিশাল হিজামা এন্ড পলিপাস ট্রেনিং সেন্টার,সিদ্দিকিয়া ন্যাচারাল হেলথ সার্ভিস, 
বাংলাদেশ মানবতা ফাউন্ডেশন,সিদ্দিকীয়া ইসলামিক রিসার্চ সেন্টার। 
এ ছাড়া ও তিনি শিক্ষক সংগঠন, সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি ছোট বেলা থেকে ইসলামিক উপন্যাস এবং বিভিন্ন ধর্মীয় বই পুস্তক পড়তে ভাল বাসেন।

HSC Corner


Routine


Office Order


Download Center