Siddikia Medical Health Institute,Barishal

সিদ্দিকিয়া মেডিকেল হেলথ ইনস্টিটিউট, বরিশাল

(বরিশাল হিজামা & পলিপাস হেল্পলাইন)
SCROLLING TEXT

Chairman Message

 

চেয়ারম্যান মহোদয় এর বানী-- সিদ্দিকিয়া মেডিকেল হেলথ ইনস্টিটিউট,বরিশাল। কার্যক্রম  শুরু হয়েছে ২০১৭ সালে।  এর শাখা প্রতিষ্ঠান হলো - বরিশাল   হিজামা & পলিপাস  হেল্পলাইন( প্রশিক্ষণ ও চিকিৎসা), বরিশাল ডিভাইস কসমেটিক খতনা সেন্টার। পল্লি চিকিৎসক কোর্স।
বরিশাল বিভাগের মধ্যে হিজামা,পলিপাস,পাইলস ও ডিভাইস কসমেটিক খতনা ট্রেনিং সেন্টার আমরাই প্রথম। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক বেকার যুবক যুবতীরা মানব সেবার পাশাপাশি বেকার জীবন থেকে নিজেকে  মুক্ত করেছেন। তাছাড়া ইমাম,  মাদ্রাসার শিক্ষক, ফার্মাসিস্ট, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক,ইউনানি চিকিৎসকরা ও এই প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন।এমবিবিএস/ভারত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্ট্রার প্রাপ্ত চিকিৎসক দ্বারা বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয়। পরিশেষে বেকার যুবক / যুবতী দেরকে বলব- ঘরে বসে না থেকে প্রশিক্ষণ নিন বদলে যাবে আপনার জীবন।সহকর্মী শিক্ষার্থীরা। এটি প্রতিফলন, কৃতজ্ঞতা এবং প্রত্যাশার একটি মুলির দিকে তাকাতে একত্রিত হই।

 

মুফতি এ হাসান সিদ্দিকী 

চেয়ারম্যান 

সিদ্দিকিয়া মেডিকেল হেলথ ইনস্টিটিউট, বরিশাল। 

 

HSC Corner


Routine


Office Order


Download Center